রাজধানীর পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম সরানোর ক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বিজ্ঞাপন
রাজধানীর আরমানিটোলায় বৃহস্পতিবার শেষ রাতে কেমিক্যাল গুদাম থেকে লাগা আগুনের বিষয়ে শুক্রবার বিকেলে তিনি আরটিভি নিউজকে একান্ত সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে তিনি সিটি করপোরেশনের ভূমিকা তুলে ধরে বলেন, সিটি করপোরেশন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করলেও বরং সংশ্লিষ্ট দপ্তরগুলোর তেমন কোনো পদক্ষেপ এখনও পাওয়া যায়নি।
বিস্তারিত অডিওতে শুনুন।
বিজ্ঞাপন