ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

আম পাড়া নিয়ে কি'শোরীর কান কা'মড়ে ছিঁড়লেন চাচি

ঝালকাঠি প্রতিনিধি|আরটিভি নিউজ

শনিবার, ২২ মে ২০২১ , ০৭:১৮ পিএম


loading/img
প্রতীকী ছবি

ঝালকাঠি রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মঠবাড়ি গ্রামের মিলবাড়ি এলাকায় আম নিয়ে ঝগড়ার জেরে এক মাদরাসাছাত্রীর কান কামড়ে ছেঁড়ার অভিযোগ উঠেছে চাচির বিরুদ্ধে।

বিজ্ঞাপন

শনিবার (২২ মে) বেলা ১২টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাহিদা আক্তার কল্পনা (১৭)  উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মঠবাড়ি গ্রামের গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে। তিনি মঠবাড়ি মাহমুদিয়া দাখিল মাদরাসার ১০ শ্রেণির ছাত্রী। অভিযুক্ত সুমা বেগম(৩১) ওই এলাকার এমাদুল হকের স্ত্রী।

বিজ্ঞাপন

আহত সাহিদা আক্তার কল্পনা ও তার ভাই হাসান অভিযোগ করে জানান, শনিবার সকালে কল্পনাদের গাছ থেকে কাউকে না জানিয়ে সুমা বেগম আম পেড়ে নিচ্ছিলেন। এ সময় কল্পনা আম নেয়ার কারণ জানতে চায় এবং আম পাড়তে বারণ করে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সুমা বেগম ও তার মেয়ে খোদেজা আক্তার ক্ষিপ্ত হয়ে কল্পনার ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেন এবং হাসানের স্ত্রী শারমিন ও ছেলে রমজানকেও মারধর করে।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, এ ধরণের কোন সংবাদ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

জিএম 

বিজ্ঞাপন

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

বিজ্ঞাপন

https://www.facebook.com/rtvnews247

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |