ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

১১টায় শহিদ মিনারে সবস্তরের মানুষের শ্রদ্ধা

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২২ এপ্রিল ২০১৭ , ০৯:২১ এএম


loading/img

সুরকার, সংগীত পরিচালক, গায়ক ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দকে বেলা ১১টায় সবস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন। এজন্য তার মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহিদ মিনারে। এর আগে সকাল ১০টায় তার  প্রথম জানাজা হবে পুরান ঢাকার আরমানিটোলা মাঠে। এরপর শহিদ মিনারে গার্ড অব অনার দেয়া হবে।  বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার শারীরিক অবস্থার অবনতি দেখে মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টায়  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬১ বছর। পরে তার মরদেহ শাহবাগের বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়।

লাকী আখন্দের পরিবারের পক্ষ থেকে ডা. রুবায়েত রহমান বলেন, রাতে বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। এরপর শনিবার সকাল ১০টার দিকে আরমানিটোলা মাঠে প্রথম জানাজার জন্য নেয়া হবে।

বিজ্ঞাপন

সাংবাদিকদের লাকী আখন্দের ছেলে দীপ তার বাবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন সবার কাছে।

লাকী আখন্দের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন এবং নিহতের রুহের মাগফিরাত কামনা করেন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |