ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

২৩ কেজি গাঁজাসহ রোহিঙ্গা দম্পতি আটক

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৬ জুলাই ২০২১ , ১০:৪৩ পিএম


loading/img
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় ২৩ কেজি গাঁজাসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা। রোববার (২৫ জুলাই) রাত দেড়টায় কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ২১ নম্বর শেডের ৬ নম্বর রুম থেকে এইসব গাঁজাসহ তাদের আটককরা হয়।

বিজ্ঞাপন

আটকৃতরা হলেন, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বক্ল বি’র ৪৫ নং শেডের ২ নং রুমের মৃত মকতোবিজের ছেলে আবদুর রহিম প্রকাশ কাল্লু মিয়া (২৬) ও তার স্ত্রী ফাতেমা বেগম প্রকাশ মাকিলা (২৬)।

এপিবিএন ১৪ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আটকৃতদের বসতঘরের দরজার পাশে মাটি খুঁড়ে ৩টি প্লাস্টিক বস্তা উদ্ধার করা হয়। ওই প্লাস্টিকের বস্তার ভেতরে ১৩টি প্যাকেট থেকে এ গাঁজা পাওয়া যায়।
  
এবিষয়ে এপিবিএন ১৪ এর অধিনায়ক এসপি নাইমুল হক আরটিভি নিউজকে বলেন, আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |