ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

শিমুলিয়ায় ঘাটে ভিড়, পারের অপেক্ষায় ৫ শতাধিক গাড়ি

মুন্সিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১ , ১২:৫১ পিএম


loading/img
লঞ্চঘাটে যাত্রীদের ভিড়

মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে গাড়ির চাপ ও লঞ্চঘাটে যাত্রীদের ভিড় দেখা গেছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে এই চিত্র দেখা যায়। এ মুহূর্তে ঘাটে ৫ শতাধিক যানবাহন পার হওয়ার অপেক্ষায় রয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, লকডাউন শিথিল করার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (১২ আগস্ট) লঞ্চে চড়ে যাত্রীরা পদ্মা নদী পাড়ি দিয়ে গন্তব্যে যাচ্ছেন। একই সঙ্গে ঘাটে সকাল থেকে উভয়মুখী মানুষের চাপ রয়েছে। এ সময় ৪টি ছোট ফেরি চলাচল করায় এবং ফেরিতে ভারী যানবাহন পারাপার না করায় ঘাটে যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে।

এ বিষয়ে শিমুলিয়া ঘাটের ব্যাবস্থাপক বাণিজ্য ফয়সাল আহম্মেদ বলেন, সকাল থেকে ৪টি ফেরি চলছে। ঘাটে ৫ শতাধিক পরিবহন পার হওয়ার অপেক্ষায় রয়েছে। ফেরিতে ১টি থেকে ২টি করে অন্যান্য পরিবহনের পাশাপাশি ভারী পরিবহনও পার করা হচ্ছে।

বিজ্ঞাপন

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |