ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

পাহাড়ি ঝর্ণায় ৯ ছাত্র অপহৃত, এক ঘণ্টা পর মুক্তি

টেকনাফ (কক্সবাজার), আরটিভি নিউজ

শুক্রবার, ২০ আগস্ট ২০২১ , ০৫:১৮ পিএম


loading/img
পাহাড়ী ঝর্ণা

তিন কলেজের ১২ ছাত্র ছুটির দিনে কক্সবাজারের টেকনাফে ভ্রমণ ও পাহাড়ি ঝর্ণায় গোসল করতে যায়। এর মধ্যে ৯ ছাত্র অপহরণের শিকার হয়। তাদের অপহরণ করে সশস্ত্র দুর্বৃত্তরা। নগদ টাকা ও মোবাইল সেট সর্বস্ব ছিনিয়ে নিয়ে এক ঘণ্টা পর মুক্ত করে দেয়া হয় কলেজছাত্রদের।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার স্বপ্নপুরি পাহাড়ি ঝর্ণায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কলেজছাত্রদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে টেকনাফ সরকারি কলেজ, উখিয়া ডিগ্রী কলেজ ও কক্সবাজার সিটি কলেজের মোট ১২ ছাত্র স্বপ্নপুরি পাহাড়ি ঝর্ণায় ভ্রমণ করতে যায়। এরা হলেন মিজানুর রহমান, আমির হোসেন, কিরণ শর্মা, ছিদ্দিক আহমদ, হামিদ হোছন, মো. আনোয়ার, হেলাল উদ্দিন, রিয়াজ, শাহেদ, মনিরুল মোস্তফা শাহাজাদা, কবির আহমদ ও মো. অয়ুব। তারা গোসল করার সময় মুখোশধারী ৫/৭ জনের সশস্ত্র ডাকাত দল পাহাড়ি ঝর্ণায় তাদের ঘিরে ফেলে পাহাড়ের দিকে এগোতে বলে। এসময় তিন ছাত্র ডাকাতের জিম্মায় থেকে পালিয়ে আসলেও ৯ ছাত্রকে অস্ত্রের মুখে তাদের গহীন পাহাড়ে ঢুকিয়ে ফেলে। সেখানে ছাত্রদের মারধর করে নগদ সর্বমোট ১০ হাজার টাকা, ৪টি অ্যান্ড্রয়েড ও ২টি বোতামের মোবাইল ফোনসহ যা ছিল সব ছিনিয়ে নেয়।

বিজ্ঞাপন

পালিয়ে আসা তিনজনের মধ্যে কক্সবাজার সিটি কলেজের ছাত্র মিজানুর রহমান বলেন, আমরা স্বপ্নপুরি নামক ঝর্ণায় বেড়াতে গেলে সেখানে অস্ত্রধারী পাহাড়ি ডাকাতরা আমাদের ঘিরে ফেলে। এ সময় তিনজন সহপাঠী পালিয়ে আসতে সক্ষম হয়। বাকি ৯ জনকে অপহরণ করে ডাকাত বাহিনী। সব লুট করে নেয়ার পর ছেড়ে দেয়া হয় এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকিও দেয় ডাকতরা। বিষয়টি অভিভাবকদের ও জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে।

বন্দিশালা থেকে ফিরে আসা উখিয়া ডিগ্রী কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র মনিরুল মোস্তফা শাহজাদা বলেন, মুখোশধারী ডাকাতদল মারধর করেছে। সেই সঙ্গে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। তাদের হাতে লম্বা লম্বা কিরিচ ছিল।

বিজ্ঞাপন

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, শুক্রবার সকালে স্থানীয় কলেজ পড়ুয়া যুবকরা ঝর্ণায় নামেন। এ সময় রোহিঙ্গা ডাকাতরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ও টাকা লুট করে এক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে। পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে। দিন দিন রোহিঙ্গা ডাকাত দলের হাতে অপহরণের ঘটনা বাড়ছে। মুক্তিপণ না দিলে মেরে ফেলারও ঘটনা ঘটছে।

বিজ্ঞাপন

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ঝর্ণায় অপহরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। ছাত্রদের সঙ্গেও কথা বলেছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |