ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

তিস্তার পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপরে, ১৫ চর প্লাবিত

নীলফামারী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২০ অক্টোবর ২০২১ , ০১:২১ পিএম


loading/img
ফাইল ছবি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার খবর পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

বুধবার (২০ অক্টোবর) সকাল থেকে তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

জানা গেছে, খুলে রাখা হয়েছে ব্যারেজের ৪৪টি জলকপাট, পানির তোড়ে ভেঙে গেছে ফ্লাড বাইপাস। ফলে প্লাবিত হয়েছে চরাঞ্চল। অন্যদিকে পানিবৃদ্ধি অব্যাহত থাকায় তিস্তা চরাঞ্চলের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে তিস্তার পানি বাড়ায় নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী, পূর্বছাতনাই, খালিশা চাপানি, খগাখড়িবাড়ী, ঝুনাগাছ চাপানি ও গয়াবাড়ী ইউনিয়নের ১৫টি চর প্লাবিত হওয়ার সংবাদ জানিয়েছেন ওই সব ইউনিয়নের জনপ্রতিনিধিরা। 

বিজ্ঞাপন

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদ্দৌলা প্রিন্স জানান, পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। তবে পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, বুধবার (২০ অক্টোবর) ভোর ৬টা থেকে তিস্তার পানি ৫৩ দশমিক ২০ সেন্টিমিটার অর্থাৎ বিপৎসীমার ৬০ সেন্টিমিটার (বিপৎসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |