ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সম্মেলন শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭ , ১০:০৮ পিএম


loading/img

চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের ৩৩তম সম্মেলন শুরু হয়েছে।

বিজ্ঞাপন

'দ্রোহ আর বিপ্লবে রুখবোই সাম্প্রদায়িক আগ্রাসন, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসে চাই ছাত্র সংসদ নির্বাচন' এই স্লোগানকে সামনে বৃহস্পতিবার সম্মেলনের উদ্বোধন করা হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন শহীদজায়া বেগম মুশতারি শফী।

বিজ্ঞাপন

বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা চন্দন দাশ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিনু কিবরিয়া ইসলাম, ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেলসহ আরো অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে শহীদজায়া বেগম মুশতারি শফী বলেন, ছাত্র ইউনিয়ন ঐতিহাসিকভাবেই লড়াকু সংগঠন। ইতিহাস অর্পিত দায়িত্বের অংশ হিসেবেই প্রতিকূল পরিস্থিতিতেও সংগঠনটি ছাত্র সমাজকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে।    

তিনি আক্ষেপ করে বলেন, এখনতো মুক্তিযোদ্ধাদের কেউ সম্মান করে না। তারা বড়ই অবহেলিত। মু্ক্তিযোদ্ধাদের মধ্যেও দুই নম্বররা ঢুকে গেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, চট্টগ্রামের কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত অসংখ্য বধ্যভূমি ছিল। পাহাড়তলী বধ্যভূমি ছাড়া সবগুলো বধ্যভূমি নিশ্চিহ্ন করা হয়েছে। এসব সংরক্ষণে সরকারকে উদ্যোগ নিতেও আহ্বান জানানা তিনি।

বিজ্ঞাপন

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |