ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

কুবিতে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ 

কুবি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০১ নভেম্বর ২০২১ , ০৯:৪০ পিএম


loading/img
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে সম্পন্ন হয়েছে সি ইউনিটের গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। সোমবার (১ নভেম্বর ) দুপুর ১২টা থেকে সি ইউনিটের পরীক্ষা শুরু হয়ে ১টায় শেষ হয়।

বিজ্ঞাপন

এ পরীক্ষায় ২ হাজার ১শ' ১২ জন পরীক্ষার্থীর বিপরীতে উপস্থিত ছিল ২ হাজার ১১ জন। অর্থাৎ অনুপস্থিত ছিল ১০১ জন। সব মিলিয়ে এ পরীক্ষায় উপস্থিতির হার ৯৫ দশমিক ২১ শতাংশ। 

পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে সি ইউনিটের ভর্তি পরীক্ষার কমিটির আহ্বায়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব আরটিভি নিউজকে জানিয়েছেন, পরীক্ষা সার্বিক দিক থেকে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আশা করি আমরা ভবিষ্যতেও এরকম সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে পরীক্ষা আয়োজন করতে পারব।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী আরটিভি নিউজকে জানিয়েছেন, ম্যাজিস্ট্রেট ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে আমরা হল পরিদর্শন করছি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 'সি' ইউনিটের পরীক্ষা নিয়ে গুচ্ছ পদ্ধতির ৩ টি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর আগে ‘এ ইউনিট ও বি ইউনিটের পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯৬ শতাংশ।

এমআই/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |