ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে বিপুল দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। এছাড়া এর সঙ্গে জড়িত থাকায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৭৬টি ভোট কেন্দ্রের মধ্যে কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব এলাকায় নির্বাচনী সহিংসতা রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
রোববার রাতে থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বেত ও টিনের তৈরি ঢাল, বল্লম, কাতরা, টেঁটা, কালি, চাপাতি, রামদা, ছেনদা, চাইনিজ কুড়াল, বাঁশ ও কাঠের লাঠিসহ পাঁচ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় সালথা থানায় আটটি মামলা হয়েছে।
সালথা থানার ওসি মো. আসিকুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএস/এসকে