ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় নৌকার প্রার্থীর অনশন 

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ , ০৩:১৭ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমানসংখ্যক ভোট পাওয়া দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার দাবিতে অনশনে বসেছেন। 

বিজ্ঞাপন

শুক্রবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা প্রেসক্লাব প্রাঙ্গণে এ অনশন শুরু করেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির। 

জানা গেছে, অনশনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসিরের সঙ্গে তার প্রায় ৫০০ নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। পরে বরগুনা জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনুরোধে দুই ঘণ্টা পর অনশন ভঙ্গ করেন নাসির।

বিজ্ঞাপন

এ সময় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির অভিযোগ করে বলেন, নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। প্রশাসনের লোকজনই এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। নির্বাচন সংশ্লিষ্টরা আমার বৈধ ভোট ফেলে রেখেছে; যা আমি পরবর্তীতে উদ্ধার করেছি।

জিএম/টিআই 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |