ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৯ ডিসেম্বর ২০২১ , ১২:৪১ পিএম


loading/img
পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ

উত্তরের জেলা পঞ্চগড়ে পৌষের প্রথম সপ্তাহেই শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। প্রকট হচ্ছে শীতের তীব্রতা। ডিসেম্বরের শেষে নামতে পারে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ। শীত প্রবণ এই জেলায় সপ্তাহজুড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। 

বিজ্ঞাপন

৯ থেকে ১০ দশমিক ডিগ্রিতে তাপমাত্রা উঠানামা করছে পঞ্চগড়ে। গতকাল তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি। রোববার ( ১৯ ডিসেম্বর) সকাল ছয়টায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস সকাল নয়টায় ৯ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। 

দিনের সর্বোচ্চ তাপমাত্রা গত দশদিন ধরে ২৬ থেকে ২৭ ডিগ্রির ঘরে রয়েছে। বাতাসের আদ্রতা এই জেলায় ৯৩ থেকে ১০০ শতাংশ এবং ২ থেকে ৫ নাটিকেল মাইল বেগে প্রতিঘণ্টায় বাতাস বয়ে যাচ্ছে। 

বিজ্ঞাপন

সরেজমিনে পঞ্চগড় পৌরসভা এলাকা ঘুরে দেখা গেছে, ভোরে ঘন কুয়াশায় ঢেকে গেছে।  কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সকাল ১০টা পর্যন্ত শীত নিবারণের জন্য আগুন পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের । 

এদিকে কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার কারণে নিম্ন আয়ের মানুষেরা দুর্ভোগে রয়েছেন। সকালে শ্রমজীবি মানুষের কাজে বের হচ্ছে দেরিতে। 

জেলা পরিবেশ পরিষদের সভাপতি ও পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান তৌহিদুল বারি বাবু আরটিভি নিউজকে জানিয়েছেন, বর্তমানে রাতের বেলায় প্রচন্ড শীত রয়েছে তবে দিনের বেলায় তাপমাত্রা বেশি হচ্ছে। গত মৌসুমে এই সময়ে কুয়াশা ও শীত বেশি ছিল। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার এই পরিবর্তন হয়েছে। 

বিজ্ঞাপন

তেঁতুলিয়া প্রথম শ্রেনী আবহাওয়া পর্যবেক্ষনাগাড় কেন্দ্রের সিনিয়ার পর্যবেক্ষক জীতেন্দ্রনাথ আরটিভি নিউজকে জানিয়েছেন, বর্তমানে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। কারণ তাপমাত্রা গত কয়েকদিন থেকে ৯ ডিগ্রির ঘরে রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমে যাচ্ছে। তাপমাত্রা যদি ৮ থেকে ১০ ডিগ্রি বিরাজ করে তাহলে মৃদু শৈত্যপ্রবাহ।

বিজ্ঞাপন

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |