ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে এক স্কুলছাত্রের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছে আরও একজন।
বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের বিসিক মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদি হাসান (১৪) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। আহত মো. আরমান ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মেহেদি ও তার বন্ধুরা বিসিক মোড়ে চা পান শেষে রাস্তায় হাঁটছিল। এ সময় দুটি মোটরসাইকেলে করে এসে কয়েকজন ছুরি দিয়ে দুজনকে এলোপাতাড়ি কোপায়।
তিনি আরও বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক মেহেদিকে মৃত ঘোষণা করেন। আহত আরমান কিছুটা সুস্থ হলে তার সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জিএম/এসকে