ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

‘৪০১ ধারায় খালেদা জিয়া বিদেশে যেতে পারেন’

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১ , ০৬:৫৩ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

যে নেত্রী ৯ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং এখনও করেই চলেছেন। তিনি আজ অত্যন্ত অসুস্থ তার চিকিৎসকরা বলছেন তাঁকে উন্নত চিকিৎসা করানো জরুরি। কিন্তু এই সরকার তাঁকে বিদেশে যেতে দিচ্ছে না।  তারা যা কিছু বলছে তাদের কথা সম্পূর্ণ মিথ্যা এবং প্রতারণা। আইনের ৪০১ ধারাতে স্পষ্ট আছে,  বিদেশে পাঠানো যেতে পারে খালেদা জিয়াকে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে ডাকা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা হতভাগা জাতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে খালেদা জিয়া ছোট দুই সন্তানকে নিয়ে চট্টগ্রাম থেকে পালিয়ে ঢাকায় আসেন। পরবর্তীতে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েছিলেন। যুদ্ধের সময় তিনি কারাগারে বন্দি ছিলেন 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মানিকগঞ্জে আজ কোনো বাস চলতে দেওয়া হয়নি, কিন্তু এই সমাবেশে লাখো মানুষ বিভিন্ন বাধা অতিক্রম করেই এসেছেন। জনগণ দেখে তারা ভয় পায় কারণ তারা জনবিহীন সরকার, তারা গণতন্ত্রকে ভয় পায়।  খুব স্পষ্ট করে বলতে চাই এই সরকার প্রতারক তারা প্রতারণা করছে তাই সরকার এবং রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করে কোনো সমাধান হবে না।

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা মইনুল ইসলাম খান শান্ত, খোন্দকার আব্দুল হামিদ ডাবলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক প্রকৌশলী জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাবেক ছাত্রনেতা মিতু খানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |