বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কয়ারিয়া বাজারে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধাকে (৭১) পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে ওই বাজারে এ হামলার ঘটনা ঘটে।
বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা অভিযোগ করে জানান, সোমবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কয়ারিয়া (বোরাদী গরঙ্গল) বাজারের একটি সেলুনে চুল কাটাচ্ছিলেন। এ সময় ১৪ থেকে ১৫ জন সন্ত্রাসী লোহার রড, পাইপ ও লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে জখম করে। এ সময় তার ডানহাত ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
গৌরনদী মডেল থানার অফিসার মো.আফজাল হোসেন বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিএম/এসকে