ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

জনাকীর্ণ আদালতে বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম

স্টাফ রিপোর্টার (গাজীপুর), আরটিভি নিউজ

রোববার, ৩০ জানুয়ারি ২০২২ , ০২:১৮ পিএম


loading/img
আদালতে জাহাঙ্গীর আলম

মানহানির মামলায় হাজিরা দিতে গাজীপুর আদালতে উপস্থিত হয়েছিলেন গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলম। 

বিজ্ঞাপন

রোববার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির শুনানি হয়। পরে আদালত বিচারক মো. কায়সারুল ইসলাম মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৩০ মার্চ নতুন দিন ধার্য করেন। 

বরখাস্ত হওয়া মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হয়েছে। মিথ্যা দিয়ে যেন কাউকে হয়রানি করা না হয়। শুধু আমি নই, কোনো সাধারণ মানুষকেও যাতে করানো না হয়। যারা যেটাই করে, যেন সত্যিটা করে। 

বিজ্ঞাপন

আদালতে আগামী ৩০ মার্চ প্রতিবেদন জমা তারিখ ধার্য করা হয়েছে।

গত বছরের ২৮ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের বাসিন্দা মো. আতিক মাহমুদ বাদী হয়ে গাজীপুরের বাসন থানায় মেয়র জাহাঙ্গীরের বিরুদ্বে একটি মানহানি মামলা করেন। রোববার ওই মামলার শুনানি হয়।
 
এমআই/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |