ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

গরিবের ৮ কোটি টাকা নিয়ে ‘উধাও’ সমবায় সমিতি

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২ , ০৫:৪৫ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

‘যত সঞ্চয় তত মুনাফা’ এমন স্লোগানে বিভোর এলাকার মানুষ। এক লাখ টাকায় প্রতি মাসে দেওয়া হবে ১ হাজার ৬০০ টাকা লাভ। এতেই ঝাঁপিয়ে পড়েন অনেকে। গরু, ছাগল ও সম্পদ বেচে টাকা তুলে দেন স্বর্ণালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতির হাতে। চতুর সভাপতি কিছুদিন লাভ দিয়ে আরও মানুষকে যুক্ত করতে থাকে। অবশেষে অফিস ফেলে লাপাত্তা। এলাকার দরিদ্র মানুষের প্রায় কোটি টাকা এভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) কার্যালয়ের সামনে  আমানতকারীদের ভিড় দেখা যায়। কিন্তু কার্যালয় তালাবদ্ধ।

জানা গেছে, মেহেরপুরের গাড়াবাড়ীয়া বাজারে স্বর্ণালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে সাইনবোর্ড দিয়ে ভাড়া বাসায় কার্যালয় চালু করে প্রতিষ্ঠানটির সভাপতি গাংনী উপজেলার মটমুড়া গ্রামের মাহিরুল ইসলাম। ফাঁদ পেতে এলাকার মানুষের টাকা নিয়ে সে আত্মগোপন করেছে বলে মনে করছেন সঞ্চয় প্রদানকারীরা। 

বিজ্ঞাপন

গাড়াবাড়িয়া গ্রামের মাছ ব্যবসায়ী সবুর আলী বলেন, আমি ৬ লাখ টাকা ডিপোজিট করেছিলাম। কয়েক মাস ধরে লাভ দিয়েছে। গত মাস থেকে লাভ দেওয়া বন্ধ করায় মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) অফিসে খোঁজ নিতে গিয়ে দেখি তালাবদ্ধ। পরে জানতে পারি টাকা নিয়ে মাহিরুল পালিয়ে গেছে। 

আরেক গ্রাহক আইয়ুব হোসেন বলেন, ‘আমার গ্রামের জামাই মাহিরুল এই অফিস দিছিল। প্রায় ১০ বছর ধইরি হবে এই গ্রামে অফিসটা হইছে। আমার মতো ৩০০ জনের কাছে প্রায় ৮ কোটি টাকা নিয়ে তারা পালিইয়ে গিছে। আমার এই জায়গাতে গরু বেচা সাত লক্ষ টাকা ছিল’।

প্রতিষ্ঠানটির মাঠকর্মী হিসেবে কাজ করা গাড়াবাড়ীয়া গ্রামের সাহারুল ইসলাম বলেন, আমরা টাকা আদায়  করে তো সাহারুলের কাছে জমা দিয়েছি। তিনি এভাবে পালিয়ে যাবেন এটা বুঝতেই পারিনি। 

বিজ্ঞাপন

এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি খানম জানান, বিষয়টি শুনেছি। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে থেকে কেউ লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ওই প্রতিষ্ঠানে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

মেহেরপুর জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালা আরও বলেন, এসব দেখার দায়িত্ব উপজেলা সমবায় অফিসারের। তবে যারা টাকা রেখেছেন তাদেরও খোঁজ নেওয়া দরকার ছিল। গাংনী উপজেলা সমবায় অফিসারকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। 

জিএম/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |