ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৬০০ মুরগি মেরে ফেললেন বখাটে

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৬ ফেব্রুয়ারি ২০২২ , ০৭:০৩ পিএম


loading/img
ঘটনাস্থলের চিত্র

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় এটি কিশোরীকে কুপ্রস্তাব দেয় বখাটেরা। এতে রাজি না হওয়ায় শাহনাজ বেগম নামের এক প্রবাসীর স্ত্রীর ফার্মে হামলা চালিয়ে ৬০০ মুরগির বাচ্চা মেরে ফেলেছে তারা।

বিজ্ঞাপন

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনায় মুরগির ফার্মের মালিক শাহনাজ বেগম বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ করেছেন। এর আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ওই এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বরুমদী এলাকার সৌদি প্রবাসী নেছার আহমেদের স্ত্রী শাহনাজ বেগম। স্বামী বাড়িতে না থাকায় বাড়ির সঙ্গে একটি দোকান ও একটি মুরগির ফার্ম পরিচালনা করে আসছেন তিনি। স্বামী বিদেশে থাকায় তার ১৭ বছরের মেয়ে দোকানদারি করে। কয়েকদিন ধরে এলাকার সাদেক মিয়ার বখাটে ছেলে সাজ্জাদ হোসেন দোকানে এসে শাহনাজ বেগমের মেয়েকে কুপ্রস্তাবসহ উত্ত্যক্ত কর ছিল। 

বিজ্ঞাপন

এদিকে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে সাজ্জাদ হোসেন বিভিন্ন সময় ভয়ভীতি ও ক্ষয়ক্ষতির হুমকি দেন। পরে শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শাহনাজের বাড়িতে কেউ ছিল না। এ সুযোগে সাজ্জাদ তার দলের বখাটেদের নিয়ে শাহনাজ বাড়িতে প্রবেশ করে মুরগির ফার্মে হামলা চালান। এ সময় তারা ফার্মের প্রায় ৬০০ মুরগির বাচ্চা  মেরে ফেলেন।

স্থানীয়রা জানান, সাজ্জাদ হোসেন একজন বখাটে, উচ্ছৃঙ্খল ও মাদক সেবনকারী। তিনি এলাকায় বখাটেপনা করে বেড়ান। কেউ প্রতিবাদ করলে তাকে মারধরসহ ভয়ভীতির হুমকি দেন।

ভুক্তভোগী ফার্মের মালিক শাহনাজ বেগম বলেন, স্বামী বিদেশে থাকায় আমি সন্তানদের নিয়ে বাড়িতে মুরগির ফার্ম ও একটি দোকান দিয়ে সেখানে কাজ করি। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বখাটে সাজ্জাদ আমার মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছে। এতে রাজি না হওয়ায় সে তার বাহিনী নিয়ে আমার ফার্মের প্রায় ৬০০ মুরগি মেরে ফেলেছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |