ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

অবরুদ্ধের সাড়ে ৩ ঘণ্টা পর পাবিপ্রবির ভিসি মুক্ত

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২ , ০৭:১৯ পিএম


loading/img
পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী অবরুদ্ধ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী অবরুদ্ধের সাড়ে ৩ ঘণ্টা পর মুক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মুক্ত হন। এর আগে বেলা ১২টা থেকে অনিয়ম, দুর্নীতি, নিয়োগে স্বজনপ্রীতি ও অস্বচ্ছতার অভিযোগে নিজ কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষক ও কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, পূর্বনির্ধারিত রিজেন্ট বোর্ডের সভা বেলা ১১টায় উপাচার্যের কক্ষে শুরু হয়। সভায় শতাধিক নিয়োগ, আপগ্রেডেশন ও শিক্ষকদের এমফিল পিএইচডি অনুমোদনের কথা ছিল। উপাচার্য নিয়োগ বোর্ডের সভাপতি। তিনি তার ভাতিজিসহ ১০২টি পদে নিয়োগ দেওয়ার চেষ্টা করেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সভা চলাকালে বিতর্কিত নিয়োগ ও অনিয়ম নিয়ে রিজেন্ট বোর্ডের সদস্যরা প্রশ্ন উত্থাপন করেন। এসময় উপাচার্য  উত্তেজিত হয়ে ওঠেন। শিক্ষকদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে হট্টগোল শুরু হলে সভা বাতিল ঘোষণা করেন তিনি। পরে শিক্ষক-কর্মকর্তারা তাকে অবরুদ্ধ করেন।

রিজেন্ট বোর্ড সদস্য ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু বলেন, ভিসি সাহেব নিয়োগ বোর্ডের সভাপতি পদে থেকে তার নিকটাত্মীয়কে (ভাতিজি) নিয়োগ দেন। বিষয়টি আইনগতভাবে বৈধ নয়। এ নিয়ে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। নিয়োগ প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি সভা বাতিল ঘোষণা করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |