ঢাকামঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

দলীয় প্যাডে খালেদা জিয়া অমর হোক, মানহানির মামলা

নারায়ণগঞ্জ (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২০ ফেব্রুয়ারি ২০২২ , ০৩:৫১ পিএম


loading/img
দলীয় প্যাডে খালেদা জিয়া অমর হোক

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা বিএনপির ১০ ইউনিয়নে ইউনিট কমিটি ঘোষণা করেছেন  থানা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান ও মো. মোশাররফ হোসেন। নবগঠিত কমিটির তালিকা গণমাধ্যমকর্মীদের হাতেও পৌঁছেছে। সেই কাগজের ওপর দিকে মাঝ বরাবর ‘খালেদা জিয়া অমর হোক’ লেখা নিয়ে চলছে সমালোচনা।

বিজ্ঞাপন

গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সোনারগাঁও থানার ইউনিট কমিটিগুলোর অনুমোদন দেন মান্নান ও মোশাররফ। তবে থানা বিএনপির শীর্ষ এ দুই নেতার কেউই বিষয়টি খেয়াল করেনি।

এ ঘটনায় মানহানি মামলা হয়েছে।উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান এবং সদস্য সচিব মোশাররফ হোসেনের বিরুদ্ধে এ মামলা করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল রানা।

বিজ্ঞাপন

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহসিনের আদালতে তিনি এ মামলা করেন। পরে মামলা গ্রহণ করে আদালত সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দেন।

এদিকে দলের প্যাডে এমন ভুলের প্রতিক্রিয়ায় দলের একাধিক নেতা ক্ষোভ প্রকাশ বলেন, নেত্রীর বিরুদ্ধে যারা এমন ভুল করতে পারে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।

মামলার বাদী রাসেল রানা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাসার মধ্যে কারারুদ্ধ অবস্থায় রয়েছেন। কিন্তু সোনারগাঁও উপজেলা বিএনপি তাকে মৃত ঘোষণা করে অমর হিসেবে লিপিবদ্ধ করেছে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। যারা এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে বিএনপির একজন কর্মী হিসেবে মানহানি মামলা করেছি। আশা করি তাদের বিরুদ্ধে সারাদেশেই মামলা হবে।

বিজ্ঞাপন

মামলার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, সোনারগাঁও উপজেলা বিএনপি তাদের অধীনে থাকা ১০ ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করে। এ কমিটির দলীয় প্যাডে বেগম খালেদা জিয়াকে অমর ঘোষণা, তথা মৃত বলা হয়েছে। এতে খালেদা জিয়ার মানহানি হওয়ায় রাসেল রানা বাদী হয়ে মামলাটি করেন। আদালত মামলা গ্রহণ করে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

মামলার প্রতিক্রিয়ায় সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য সচিব মোশারফ হোসেন বলেন, এটা প্রিন্টিং ভুল। কমিটির চিন্তা করতে গিয়ে প্যাডের ওপরে খেয়াল করিনি। এ জন্য আমরা বিএনপিসহ সব নেতাকর্মীর কাছে ক্ষমাপ্রার্থী। এটা আমাদের অনিচ্ছাকৃত ভুল। যেহেতু আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের কাছেও আমরা ক্ষমা প্রার্থণা করব।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |