ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ফের হলিউডে দীপিকা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১৩ জুন ২০১৭ , ০১:৪১ পিএম


loading/img

হলিউডে দীপিকা পাড়ুকোনের থেকে প্রিয়াঙ্কা চোপড়ার জনপ্রিয়তা বেশি! সাংবাদিকরাও নাকি মাঝে মধ্যেই তাকে প্রিয়াঙ্কা বলে ডেকে ফেলেন। সেই হলিউডেই প্রিয়াঙ্কাকে জোড়া গোল দিলেন দীপিকা।

বিজ্ঞাপন

তার প্রথম হলিউডি ছবি ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ বক্স অফিসে সফল। দীপিকার কাজও প্রশংসা পেয়েছে। উল্টোদিকে প্রিয়াঙ্কার বেওয়াচ একেবারেই চলেনি।

এবার দেখা যাচ্ছে ট্রিপল এক্সের সেরেনা উঙ্গার ওরফে দীপিকা ট্রিপল এক্স ফোরেও ফিরে আসছেন। জেন্ডার কেজের পরিচালক ডি জে কারুসো খবরের সত্যতা স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, আসছে সপ্তাহেই ট্রিপল এক্সের গোটা টিম মিট করবে, সেখানেই ঠিক হবে কাজের শিডিউল। 

টুইটারে ভক্তদের সঙ্গে নতুন ছবি নিয়ে আলোচনা করতে গিয়েই দীপিকার হলিউডের পরবর্তী মিশনের কথা জানান দেন তিনি। ট্রিপলএক্স নির্মাতা বলেন, দীপিকা ভক্তের জন্য এটা আরেক সুখবর। সিক্যুয়ালের এ ছবিতে তিনিই থাকছেন। 

৮৫ মিলিয়ন মার্কিন ডলারের ছবি জেন্ডার কেজ এরই মধ্যে ৩৪৬ মিলিয়নের ব্যবসা করেছে।

বিজ্ঞাপন

দীপিকা এখন সঞ্জয় লীলা বানসালি পরিচালিত 'পদ্মাবতী'র শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন দীপিকা। এতে তার বিপরীতে অভিনয় করছেন রণবীর সিং। 

বিজ্ঞাপন

এইচএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |