জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, প্রেসকে আমরা ছায়া সরকার বলে থাকি। কারণ, তারা আমাদের সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরতে পারে। আর এ জন্য সাংবাদিকদের পেশাদারিত্ব রপ্ত করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
ঐতিহ্যবাহী মেহেরপুর প্রেস ক্লাবের গৌরবের ৫০ বছর পালন উপলক্ষে গতকাল শনিবার (১৯ মার্চ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা মনে করি আমাদের সমৃদ্ধ প্রেস সময়ের দাবি। সেখানে যারা কাজ করছেন তারা যেন সব ধরনের সুযোগ সুবিধা পান। সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।
এ সময় ৫০ বছরে প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের পরিবারের হাতে মরনোত্তর ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ ছাড়া প্রেসক্লাবের স্বারকগ্রন্থ ‘উপলব্ধি’ প্রকাশনার মোড়ক উন্মেচন করেন প্রতিমন্ত্রী।