ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সয়াবিন তেলের লিটার ১৩৬ টাকা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ মার্চ ২০২২ , ১০:৩৩ পিএম


loading/img
ফাইল ছবি

দিনাজপুরের হিলিতে কমেছে সয়াবিন তেলের দাম। দুই দিনের ব্যবধানে খোলা সয়াবিন তেল লিটার প্রতি কমেছে ১০ থেকে ১২ টাকা। বর্তমানে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৩৬ টাকায়। অন্যদিকে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, সরকারের দেওয়া নির্দেশনা মোতাবেক দাম কমেছে। দাম কমাতে স্বস্থি ফিরেছে সাধারণ ভোক্তাদের মাঝে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ মার্চ) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

হিলি বাজারে তেল কিনতে আসা আমিরুল ইসলাম জানান, কয়েকদিন পূর্বে হিলির বাজারে খোলা সয়াবিন তেলেরর দাম ১৮০ টাকা লিটার বিক্রি হলেও আজ দাম কমেছে। তবে সরিষার তেলের লিটার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সরকার যদি লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১০০ টাকার মধ্যে বেঁধে দিত তবে আমাদের মতো সাধারণ ভোক্তাদের অনেক সুবিধা হতো।

বিজ্ঞাপন

হিলি বাজারের মুদী দোকানদার জামান বলেন, দু’দিনের ব্যবধানে খোলা সয়াবিনের দাম কমেছে। অন্যদিকে বোতলজাত সয়াবিন তেল কিছু দিন ধরে ১০ টাকা কমে ১৬০ টাকা লিটার বিক্রি হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |