ঢাকামঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

আসামি ধরতে গিয়ে ৬ পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২ , ০৮:২১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে গৌরীপুরে আসামি ধরতে গিয়ে ৬ পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর ও লাঠিপেটা করেছেন এলাকাবাসী। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিবাগত মধ্যরাতে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন- এসআই শফিক, এমদাদ, আওলাদ, এএসআই কামরুল, মোস্তাক ও মিজান। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম খান জানান, গৌরীপুর উপজেলার খোদাবক্সপুর এলাকার ভাবখালিঘাটে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারি পরোয়ানার আসামি ধরতে যায় পুলিশ। এসময় গ্রামের একটি ঘরে জুয়া খেলতে দেখে ৬/৭ জনকে আটক করে নাম পরিচয় শনাক্তের চেষ্টা করছিলেন। এ সময় জুয়াড়িরা চিৎকার শুরু করে। এক পর্যায়ে মাইকে বিভ্রান্তিমূলক কথাবার্তা প্রচার করে লোকজন জড়ো করে। পরে এলাকার লোকজন সত্য-মিথ্যা যাচাই না করেই লাঠিসোঠা দিয়ে পুলিশদের ওপর হামলা করে। এতে ৬ পুলিশ কর্মকর্তা আহত হন। 

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আব্দুল হালিম খান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |