আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মজনু ও সাধারণ সম্পাদক মাইদুল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় দুই গ্রুপের নেতাকর্মীরা হলের বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করেন।
মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টা থেকে থেমে থেমে রাত পর্যন্ত এ সংঘর্ষ চলে।
সলিমুল্লাহ মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষের সময় উভয়পক্ষের লোকজন হলে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া কলেজ কর্তৃপক্ষও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে যাচ্ছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।