ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

কালবৈশাখী ঝড়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২০ এপ্রিল ২০২২ , ০৮:১১ পিএম


loading/img
ফাইল ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘরচাপায় শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার আলিমাবাদ ইউনিয়নের গাগুরিয়া গ্রামে ঝড়ে ১৫ থেকে ২০টি বসতঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। এসময় ঘরচাপা পড়ে শ্বশুর রুস্তম আলী হাওলাদার (৭৫) ও তার পুত্রবধূ জয়নব বিবি (৩৫) মারা যায়। 

বিজ্ঞাপন

আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামদু বেপারী জানান, রুস্তম আলী হাওলাদার পরিবার নিয়ে শ্রীপুরের মিয়ারচর এলাকার থাকতেন। নদী ভাঙনের কবলে সে পরিবার নিয়ে আলিমাবাদের গাগুরিয়ায় নতুন করে ঘর তুলে বসবাস শুরু করেন। পৌনে ৫টার দিকে হঠাৎ করে ঝড় শুরু হলে গাগুরিয়া গ্রামের ১৫ থেকে ২০টি ঘর বিধ্বস্ত হয়। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে হুমায়ন কবির নামে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাদের মৃত ঘোষণা করেন।  দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |