ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

পাওনা টাকা পরিশোধে দেরি, গৃহবধূকে হত্যা

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২১ মে ২০২২ , ০৩:৪৭ পিএম


loading/img
ফাইল ছবি

মাদারীপুরে পাওনা ১০ হাজার টাকা পরিশোধে দেরি হওয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার (২০ মে) রাত ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার পূর্ব মহিষেরচর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত মনি আক্তার (৩৮) একই গ্রামের মান্নান মাতুব্বরের ছেলে। এদিকে অভিযুক্ত জামাল ফকির একই এলাকার নুরু ফকিরের ছেলে।

স্বজন ও এলাকাবাসী জানায়, তিনমাস আগে মনির বাবা মান্নান মাতুব্বর কুলপদ্বী এলাকার একাব্বর খাঁর কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন। পরে সেই টাকা সম্প্রতি পরিশোধ করেন মনির স্বামী জামাল। শুক্রবার রাতে শ্বশুরের কাছে পাওনা টাকা ফেরত চাইলে মনি ও তার বাবার সঙ্গে জামালের কথার কাটাকাটি হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে গৃহবধূ মনিকে ডেকে নিয়ে যায় স্বামী জামাল। পরে আড়িয়াল খাঁ নদের পাড়ে নিয়ে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করে অন্যবাড়িতে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

বিজ্ঞাপন

সরেজমিনে জানা গেছে, ৮ বছর আগে প্রেমের সম্পর্কের জেরে বিয়ে হয় মনি ও জামালের। তাদের সংসারে ৭ বছর ও দেড় বছরের দুটি মেয়ে রয়েছে। মনির মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম ফিরোজ জানান, ঘটনার পর পরিবারের লোকজন পালিয়েছে। তাদের ধরতে পুলিশ কাজ করছে। এদিকে নিহত মনি আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |