গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তরবঙ্গ-জয়দেবপুর রেলপথের রতনপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (২৬ মে) ভোরে শহিদুল ইসলাম (১৯) নামের এক কিশোর ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।
নিহত কিশোর লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গাওচুলকা দইখাওয়া গ্রামের হাবুল মিয়ার ছেলে। সে বাবা মায়ের সাথে উপজেলা পূর্ব চান্দরা এলাকার মইজুদ্দির নামক পোশাক তৈরির কারখানার সামনে পাপন সিকদারের বাড়ির ভাড়াটিয়া। শহিদুল ইসলাম মানসিক প্রতিবন্ধী ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এলাকাবাসী জানান, উত্তরবঙ্গ-জয়দেবপুর রেলপথে সকাল সাড়ে ৬টার দিকে ফজরের নামাজ পড়ে বের হয় শহিদুল ইসলাম। এসময় নিহত শহিদুল রেলপথ ধরে পায়ে হাটতে থাকলে ঢাকাগামী একটি ট্রেন তাকে চাপা দেয়। এসময় তার হাত, পা কেটে যায়। এতে শহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত নিহতের মরদেহ উদ্ধার করে তাদের ভাড়া বাড়িতে নিয়ে যান।
নিহতের খালাতো ভাই মো, মজনু মিয়া জানান, ভোরে শহিদুল ট্রেনে কাটা পড়ে মারা যান। পরে আমরা নিহতের মরদেহ উদ্ধার করে গ্রামের বাড়ি লালমনিরহাটে নিয়ে যাচ্ছি। তবে শহিদুল মানসিক রোগী ছিল।
মৌচাক পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই সাইফুল আলম জানান, ট্রেনে কাটা পড়ে এক কিশোর মারা গেছেন শুনেছি। তবে বিষয়টি রেল পুলিশের থাকায় আমরা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।