ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

স্ত্রীর গলা কাটা লাশ নিয়ে হাসপাতালে স্বামী

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৮ মে ২০২২ , ০৫:০৩ পিএম


loading/img
ফাইল ছবি

রংপুরের বদরগঞ্জ পৌর শহরের শংকরপুর তেলীপাড়া এলাকায় চঞ্চলা রানী (২২) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী বিষ্ণু চন্দ্র আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২৮ মে) বিকেলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের শ্বশুর বাড়ির লোকজনের বরাত দিয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘরে চঞ্চলা রানীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার শ্বশুর। পরে শ্বশুর ও দেবর মিলে তাকে ভ্যানে করে হাসপাতালে নেওয়ার পথে বিষ্ণু চন্দ্র ঘটনাটি জানতে পারেন। এ সময় ৩ জনে মিলে তাকে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই চনচলা রানীর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গলাকাটার ঘটনাটি স্পর্শকাতর। এ কারণে সিআইডি সদস্যদের সংবাদ দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে মামলা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |