ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তি : আজও রাজধানীতে বিক্ষোভ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ জুন ২০২২ , ০৭:২৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতা মহানকিব হজরত মুহাম্মদ (সা.) ও হজরত আয়েশা (রা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তরাই ধারাবাহিকতায় আজও রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে নিউমার্কেট এলাকায় বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। নীলক্ষেতে মোড় থেকে মিছিল শুরু হয়ে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ঘুরে পুনরায় নীলক্ষেত মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীদের ‘বিশ্বনবির অপমান, সইবে নারে মুসলমান’, ‘তোমার নেতা আমার নেতা বিশ্বনবি মোস্তফা’ ‘ভারতীয় পণ্য, বয়কট বয়কট’সহ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

বিজ্ঞাপন

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা বলেন, হজরত মুহাম্মদ (সা.)-কে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শ্রদ্ধা করেন। তার সম্পর্কে এমন বিতর্কিত মন্তব্যে পুরো মুসলিম বিশ্ব ব্যথিত হয়েছে। ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে এ ধরনের ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে।
 
রাষ্ট্রীয়ভাবে ভারত সরকারের কাছে এ ঘটনার প্রতিবাদ জানানোর দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, একজন মানুষ তিনি যতই ক্ষমতাবান হোক তিনি আমাদের ধর্মানুভূতিতে আঘাত দিতে পারেন না। স্কুল এবং কলেজ দুটি সেকশনের শিক্ষার্থীরাই আমরা এখানে আছি। আমাদের প্রিয় নবিকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে আমরা তার প্রতিবাদ জানাই।

উল্লেখ্য, একটি টেলিভিশন শোতে অংশ নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নূপুর শর্মা মহানবি হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। পরে দলটির নয়াদিল্লির গণমাধ্যম শাখার প্রধান নবীন জিন্দালও নূপুর শর্মার মন্তব্যকে সমর্থন করে টুইট করলে মুসলিম বিশ্ব প্রতিবাদ জানায়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও গত কয়েক দিনে এ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছোট-বড় বিভিন্ন ইসলামিক দল ও সরকারি-বেসরকারি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |