ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

মোটরসাইকেল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

কুড়িগ্রাম (উওর) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ জুন ২০২২ , ০৪:৫০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়িতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে হাসানুর রহমান (১৪) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। গতকাল সোমবার (২৭ জুন) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত কিশোর হাসানুর রহমান ওই গ্রামের আজিজুল হকের ছেলে। 

জানা গেছে, কয়েক দিন থেকে হাসানুর একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য তার বাবার কাছে বায়না ধরে। কিন্তু তার দিনমজুর বাবার সামর্থ্য না থাকায় তিনি কিনে দিতে পারেননি। এতে অভিমান করে সোমবার দুপুরে সকলের অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস নেয়। 

বিজ্ঞাপন

কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |