ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

রাতে সন্তান প্রসব, সকালে পরীক্ষার হলে

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ , ১০:২৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে রাতে জন্ম নেওয়া শিশুসন্তান বাড়িতে রেখে সকালে কেন্দ্রে গিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে হাসিনা আক্তার (১৬) নামের এক ছাত্রী। স্থানীয় দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষা দিচ্ছেন তিনি। ওই পরীক্ষার্থীর সাহসিকতার গুণগান করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অংশ নেয় ওই পরীক্ষার্থী।

হাসিনা আক্তার উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের মো. রায়হান ফকিরের স্ত্রী এবং জেলার সদর উপজেলার দুর্গাপুর গ্রামের হালিম হোসেন হাওলাদারের মেয়ে।

বিজ্ঞাপন

দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতুল কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাসিনা আক্তার বিজ্ঞান বিভাগের অত্যন্ত মেধাবী ছাত্রী।

প্রসূতির মা সাজেদা বেগম আরটিভি অনলাইনকে জানান, ২০২১ সালে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের চাঁন মিয়া ফকিরের ছেলে মো. রাহেন ফকিরের সঙ্গে বিয়ে হয় হাসিনার। গর্ভবতী ও এবারের এসএসসি পরীক্ষার্থী হওয়ায় সে বাবার বাড়ি আসে। বুধবার রাতে প্রসব ব্যথা ওঠে হাসিনার। পরে ঘরেই স্বাভাবিকভাবে ছেলে সন্তানের জন্ম দেয় সে। 

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তার নাতির নাম রাখা হয়েছে জায়ান। তার মেয়ে পড়াশোনায় অত্যন্ত আগ্রহী ও মেধাবী। তাদের জামাতা রাহেনও হাসিনার পড়াশোনার ব্যাপারে আন্তরিক। সন্তান জন্ম দেওয়ার পর কষ্ট হলেও হাসিনা পরীক্ষা দিতে গেছে, কারণ সে উচ্চশিক্ষা গ্রহণ করে বড় কিছু করতে চায়।

বিজ্ঞাপন


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |