ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

রাজবাড়ীতে ফসলি জমিতে ইটভাটা বন্ধে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ , ০৫:৪১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে তিন ফসলি জমিতে ইটভাটা বন্ধের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামবাসীরা।

বিজ্ঞাপন

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়াড়-গান্ধিমারা সড়কের ‘আরএনবি’ নামে ইটভাটার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালী একটি মহল ইটভাটা তৈরি করছে। আরএনবি ইটভাটা কর্তৃপক্ষ এলাকার মানুষের কাছ থেকে দুই বছরের জন্য জমি লিজ নিয়ে ভাটার কার্যক্রম শুরু করে। ইটভাটাটি তৈরি হওয়ার পর থেকে এলাকায় কৃষিপণ্যে ওপর ব্যাপক প্রভাব পড়েছে।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ভাটা সংলগ্ন একটি বিদ্যালয়, একটি মাদরাসা ও বাজার থাকায় শিক্ষার্থীসহ মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে আছে। দ্রুত ইটভাটাটি বন্ধ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার বলেন, আরএনবি ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে এলাকার ১৬ জন বাসিন্দা আলাদা আলাদা লিখিত অভিযোগ দিয়েছেন। আমি ভাটা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কোনো সুরাহা করতে পারিনি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের নজরে আনা হবে।

বিজ্ঞাপন

ইসলামপুর ইউপি সদস্য আবু সাইদ, আবুল কালাম মণ্ডল, শফিকুল মণ্ডল জানান, আমাদের তিন ফসলি জমি লিজ নিয়ে ভাটা স্থাপন করে। আমরা জমি লিজ দেব না বললে, প্রভাবশালী মহল আমাদের নানাভাবে হয়রানি করে। তাই আমরা এই মানববন্ধন করতে বাধ্য হয়েছি, তিন ফসলি জমিতে ভাটা বন্ধের জোর দাবি জানাচ্ছি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |