ফেনীর বালিগাঁও ইউনিয়নে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষককে পিটুনি দিয়েছেন ভুক্তভোগী শিশুর মা ও স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ঘটনা জানাজানি হয়।
অভিযুক্ত শিক্ষকের নাম ফখরুল ইসলাম।
ভুক্তভোগী শিশুর মা জানান, গত জানুয়ারি মাসে মেয়েকে স্থানীয় মাদরাসায় ভর্তি করা হয়। গত সোমবার সকালে মেয়েটিকে মাদরাসার ছাদে নিয়ে হাত-পা বেঁধে যৌন হয়রানি করে। মেয়ে বাড়ি ফিরে বিষয়টি জানালে, মঙ্গলবার তিনি মাদরাসায় যান। অভিযোগ করতে মাদরাসায় গেলে প্রধান শিক্ষক ব্যবস্থা না নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ফখরুল ইসলামের পক্ষে সাফাই গেয়ে উল্টো বলেন, তিনি এসবে জড়িত না।
ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় রাখা হয়েছে। ভুক্তভোগী পরিবার মামলা করলে, তাকে গ্রেপ্তার দেখানো হবে।
তিনি আরও জানান, মামলা হলে ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষা করা হবে। পরে আদালতে ২২ ধারায় জবানবন্দি নেওয়া হবে। একই সঙ্গে আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।