ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

বেড়াতে গেল পরিবার, বাসায় গৃহকর্মীর লাশ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ , ১১:৩৫ এএম


loading/img
ফাইল ছবি

রাজধানীর আজিমপুরে মিজানুর রহমান নামে এক আইনজীবীর বাসা থেকে সাজেদা (৪৬) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে আজিমপুরের ১২১ চায়না বিল্ডিং গলির বাসা থেকে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। 

বুধবার রাতে পুলিশ জানায়, প্রায় আড়াই মাস আগে মিজানুর রহমানের বাসায় কাজ করতে আসেন সাজেদা। মঙ্গলবার সাজেদাকে বাসায় তালাবদ্ধ রেখে বাইরে ঘুরতে যান মিজানুর রহমান দম্পতি। রাত ৮টার দিকে ফিরে এসে সিলিং ফ্যানের সঙ্গে সাজেদার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদ বলেন, সাজেদার মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। তাই এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ওই বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রী থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |