ঝিনাইদহের কালীগঞ্জে জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান ডিটুর নেতৃত্বে হামলায় দুজন আহত হয়েছেন। এ সময় ছাত্রলীগ নেতা ডিটু কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর বদিউজ্জামান সাজুকেও লাঞ্ছিত করেন।
সোমবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সরকারি মাহতাব উদ্দিন কলেজ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আসাদুজ্জামান ডিটু ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহসভাপতি। আসাদুজ্জামান ডিটু পুরুষ সদস্য পদে অটোরিকশা প্রতীকের পোলিং এজেন্ট ছিলেন।
আহতরা হলেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী রিপন ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মাইক প্রতীকের পোলিং এজেন্ট আলাউদ্দিন আলা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা পরিষদ নির্বাচনে কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন কলেজ কেন্দ্রের ফলাফল ঘোষণা শেষে বাইরে বের হয়ে আসেন অটোরিকশা প্রতীকের পোলিং এজেন্ট আসাদুজ্জামান ডিটু। এরপর কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী রিপনের ওপর চড়াও হয়। এক পর্যায়ে পাশ থেকে বাঁশ নিয়ে তাকে মারধর করে। এরপর সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মাইক প্রতীকের পোলিং এজেন্ট আলাউদ্দিন আলাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করেন। এরপর রাস্তার ওপর পড়ে গেলে চারপাশ থেকে মারধর করতে থাকে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। মারধরের সময় কালীগঞ্জ থানার ওসি তদন্ত নজরুল ইসলামের নেতৃত্বে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহসভাপতি আসাদুজ্জামান ডিটু কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর বদিউজ্জামান সাজুকে লাঞ্ছিত করেন। খবর পেয়ে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ঘটনাস্থলে পৌঁছে সবাইকে শান্ত করেন।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, কেন্দ্রের বাইরে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।