ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিলো শারমিন

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৬ নভেম্বর ২০২২ , ০৩:১৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

পিরোজপুরে মায়ের লাশ বাড়িতে রেখে শারমিন আক্তার নামে এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (৬ নভেম্বর) পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলার মাজিদা বেগম মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

শারমিন আক্তার উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালীর ফারুক ফকিরের মেয়ে এবং স্থানীয় ভান্ডারিয়া সরকারি কলেজ থেকে মানবিক শাখায় চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি।  

বিজ্ঞাপন

এ বিষয়ে শারমিন আক্তারের চাচা আবদুল মালেক ফকির জানান, শারমিনের মা শিউলি বেগম দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন। শনিবার মধ্যরাতে রাজধানীর একটি হসপিটালে মারা যান তিনি। সকালে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। শারমিন, মায়ের মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, বিষয়টি আসলেই দুঃখজনক। সহপাঠী ও পরীক্ষা কেন্দ্র সচিবদের সহযোগিতায় তিনি পরীক্ষা দিয়েছেন। এ ঘটনায় সবাই শোকাহত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |