ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বখাটের লালসার শিকার হয়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, চাঁদপুর

সোমবার, ০৭ নভেম্বর ২০২২ , ১১:০৩ পিএম


loading/img

চাঁদপুরের শাহরাস্তিতে এক বখাটের লালসার শিকার হয়ে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এলাকায় ছিঁচকে চোর হিসেবে পরিচিত ওই লম্পট শিশুটিকে শ্লীলতাহানি শেষে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

সোমবার (৭ নভেম্বর) পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ও অভিযুক্তকে আটক করে চাঁদপুর কোর্টে প্রেরণ করেন। শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউপির কাদরা গ্রামের মিয়া বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত শিশুর পরিবার ও শাহরাস্তি থানা পুলিশ জানায়, মিয়া বাড়ির প্রবাসী শাহাদাত হোসেনের ছোট মেয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী তানহা আক্তার নাদিয়া (৮)-কে পরিবারের সদস্যরা হঠাৎ করে খুঁজে পাচ্ছিল না। পরে রোববার (৬ নভেম্বর) রাতে বাড়ির পাশের ডোবা থেকে অচেতন অবস্থায় নাদিয়ার দেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

স্বজনরা স্থানীয় পল্লী চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। শাহরাস্তি মডেল থানার একদল পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে চাঁদপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। পরে রাতেই পুলিশ স্থানীয় খেড়িহর গ্রামের আব্দুল কাদেরের পুত্র ছিঁচকে চোর খ্যাত মানিক হোসেনকে আটক করে।

নাদিয়ার মা তাসলিমা জানান, তার মেয়ে স্থানীয় একটি ব্র্যাক স্কুলে প্রথম শ্রেণিতে পড়ালেখা করছিল। ওই দিন সে স্কুলের পাঠ গ্রহণ শেষে বিকেলে বাড়ির আঙ্গিনায় খেলতে গিয়ে হারিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মানিক পুলিশকে জানায়, ধর্ষণের সময় নাদিয়া চিৎকার দিলে তার মুখ চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে। পরে মরদেহ পাশের ডুবায় ফেলে রাখে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, নাদিয়ার মরদেহ আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে। অভিযুক্ত মানিককে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। পরবর্তীতে অধিক তদন্ত শেষে ঘটনার মূল রহস্য উদঘাটন করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |