ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় মমেকে ২৫ শিশুর মৃত্যু

আরটিভি নিউজ

শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ , ০৭:৩০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুই দিনে ২৫ শিশুর মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালে ভর্তি আছে ৬২৩ শিশু। 

বিজ্ঞাপন

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন মমেকের উপপরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজি। 

তিনি জানান, হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডে গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৫ নবজাতক মারা গেছে। তারা সবাই শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। শিশুদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধসহ সব ধরনের প্রস্তুতিও রয়েছে। তবে এ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

হাসপাতালের শিশু ওয়ার্ডের সহকারী অধ্যাপক ডা. বিশ্বজিৎ চৌধুরী সাংবাদিকদের জানান, নবজাতক মৃত্যুর ঘটনা নিয়মিতই ঘটে। তবে শীত শুরুর সঙ্গে সঙ্গে হাসপাতালের ওয়ার্ডে শীতজনিত শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। এ সময়টাতে বাড়িতে শিশুদের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। 

শীত বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে জানিয়ে হাসপাতালের নবজাতক ওয়ার্ডের প্রধান ডা. নজরুল ইসলাম বলেন, ওয়ার্ডে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। নবজাতক ও শিশুদের সুচিকিৎসায় আমাদের হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মচারীরা সজাগ আছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |