ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ট্রাকের নিচে চাপা পড়ল ‘ট্রাফিক হেলপার’

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ , ০৩:৪৫ পিএম


loading/img
ফাইল ছবি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকের ধাক্কায় এক ট্রাফিক হেলপার নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার পাকুটিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত ছানোয়ার হোসেন (৩৫) জামালপুরের বকশীগঞ্জের জানোকিপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা বিমানবন্দরে ট্রাফিক হেলপার হিসেবে কাজ করতেন। তবে ট্রাফিক পুলিশকে সহায়তা করা ব্যক্তিদের ট্রাফিক হেলপার বলা হয়ে থাকে। যদিও এ ধরনের কোনো পদ নেই।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ছানোয়ার বৃহস্পতিবার সকালে ঢাকা বিমানবন্দর থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। পরে পাকুটিয়া বাসস্ট্যান্ডে দাঁড়ানো একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় আরেক ট্রাকের সামনে পড়ে তার মোটরসাইকেলটি। এ সময় ট্রাকের ধাক্কা খেয়ে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |