ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

মাটি ধসে শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ , ০৪:৫৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ পৌর এলাকায় নির্মাণাধীন শৌচাগারের গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১টার দিকে পৌর এলাকার গোশালার মোহাম্মদ নাসির পৌর কাঁচাবাজারের পাশে স্বপ্না খাতুনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফ আলী কামারখন্দ উপজেলায় ভদ্রঘাট ইউনিয়নের ফকির চরের ভাষা শেখের ছেলে।

বিজ্ঞাপন

বাড়ির মালিক স্বপ্না খাতুনের ছেলে শরিফুল ইসলাম জানান, বাড়িতে একটি শৌচাগারের গর্ত খুঁড়তে তিন জন শ্রমিক সকাল থেকে কাজ করছিলেন। দুপুরের দিকে ১৭ ফিট গভীরে শৌচাগারের গর্তে মাটির তৈরি গোল পাট বসানোর সময় হঠাৎ করে মাটি ধসে যায়। এ সময় ভিতরে থাকা শ্রমিক আশরাফ শেখ আটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খনন করে দীর্ঘ দুই ঘণ্টা পর শ্রমিক আশরাফ আলীকে উদ্ধার করে সিরাজগঞ্জের আড়াইশ’ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করি। পরে দীর্ঘ প্রায় দুই ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |