ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

জামিনে মুক্ত শফিক রেহমান

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০১৬ , ০১:২৩ পিএম


loading/img

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক শফিক রেহমান। মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। এ সময় তার স্ত্রীসহ পরিবারের লোকজন কারাফটকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার‍-২’র সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, ৩১ আগস্ট শফিক রেহমান উচ্চ আদালত থেকে জামিন পান। গেল সোমবার রাতে তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেয়া হয়।

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে  ‘অপহরণ ও হত্যার ষড়যন্ত্র’ করার অভিযোগে গেল ১৬ এপ্রিল ঢাকার ইস্কাটনের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন শফিক রেহমান। প্রথমে বর্ষীয়ান এই সাংবাদিককে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। পরে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |