ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, এক মাসের দণ্ড

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ , ০৯:২৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বগুড়ায় মুজিববর্ষ উপলক্ষে পাওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি করে দেওয়ায় এক সুবিধাভোগীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ঘরের দলিলসহ যাবতীয় কাগজপত্র জব্দ করা হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কদমতলী এলাকার আশ্রয়ণ প্রকল্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ঘর বিক্রি অভিযোগের সত্যতা পাওয়ায় এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেন। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত জামরুল শেখ ওই আশ্রয়ণ প্রকল্পে প্রথম পর্যায়ে ঘর পেয়েছিলেন। প্রকল্পের সেই ঘরে না থেকে অন্যস্থানে বসবাস করতেন। সম্প্রতি তার নামে বরাদ্দকৃত ঘরটি পাশের এক সুবিধাভোগীর কাছে বিক্রি করেন।

জামরুল শেখ বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘরটি বিক্রি করে অন্যস্থানে জায়গা কিনেছি। এখন পরিবার নিয়ে সেখানেই থাকি। এর বেশি কিছু বলতে চাননি তিনি।

ঘরের ক্রেতা ইদ্রিস আলী আকন্দ বলেন, প্রধানমন্ত্রী আমাকে যে ঘর উপহার দিয়েছেন, তার পাশেই জামরুল শেখের ঘর ছিল। দুই মাস আগে অভাবের কথা বলে তার উপহার পাওয়া ঘরটি আমার কাছে ৭০ হাজার টাকায় বিক্রি করেন। আমি কিস্তির টাকা দিয়ে ওই ঘর কিনেছি।

বিজ্ঞাপন

ইউএনও ফিরোজা পারভীন জানান, জামরুল শেখ মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্বে জমিসহ দুই কক্ষের একটি সেমিপাকা ঘর উপহার পান। দুই মাস আগে একই আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী ইদ্রিস আলী আকন্দের কাছে সেই ঘর ৭০ হাজার টাকায় বিক্রি করে দেন। অভিযোগ পেয়ে শুক্রবার সকালে অভিযান চালানো হয় এবং ঘর বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ কারণে জামরুল শেখকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |