ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

যুবলীগ নেতাকে পিটিয়ে লিজের নথি ছিনতাই

ভোলা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ , ০৮:৩৬ এএম


loading/img
ফাইল ছবি

ভোলার তজুমদ্দিন উপজেলায় এক যুবলীগ নেতাকে পিটিয়ে সরকারি পুকুর লিজ নেওয়ার কাগজপত্রসহ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে তজুমদ্দিন উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যক্তির নাম মো. নুরনবী। তিনি উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলকপুর গ্রামের বাসিন্দা। 

বিজ্ঞাপন

ভুক্তভোগীর অভিযোগ, আলাউদ্দিন ও ফারুকের নেতৃত্বে চার থেকে পাঁচজন সন্ত্রাসী তার ওপর হামলা চালিয়ে দরকারি কাগজপত্র, টাকা ও ফোন ছিনিয়ে নিয়েছে। তবে অভিযোগের বিষয়ে আলাউদ্দিন ও ফারুকের বক্তব্য পাওয়া যায়নি।

তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, মঙ্গলবার দুপুরে এ রকম একটি খবর শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |