ঢাকারোববার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

বিজিবির সহায়তায় ১২ বছর পর বাবাকে ফিরে পেলেন মহিলা ভাইস চেয়ারম্যান

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:৪৪ পিএম


loading/img

বিজিবির সহায়তায় ১২ বছর পর বাবাকে ফিরে পেলেন নওগাঁর ধামইরহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী ছাবিনা এক্কার। তার বাবার নাম শ্রী যতিন্দ্রনাথ। তিনি উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামের বাসিন্দা। প্রায় ১২ বছর আগে নিজ বাড়ি থেকে হারিয়ে যায় মানসিক ভারসাম্যহীন শ্রী যতিন্দ্রনাথ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪-বিজিবি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। এর আগে সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তার মেয়ের কাছে তার বাবাকে হস্তান্তর করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রী যতিন্দ্রনাথ মানসিক ভারসাম্যহীন হয়ে ১২ বছর আগে নিজ বাড়ি থেকে হারিয়ে যায়। গত ২১ ফেব্রুয়ারি তার মেয়ে জানতে পারে তার বাবা ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুর ঘাটের রায়নগর গ্রামের মন্দিরে আছেন। এলাকাটি পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির সীমান্ত এলাকা হওয়ায় সে ১৪-বিজিবির অধিনায়ককে বিষয়টি জানালে ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন ভারতের ১৬৪ বিএসএফ ব্যাটালিয়নের কমাড্যান্ট’র সঙ্গে হারিয়ে যাওয়া বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে দেওয়ার জন্য মানবিক সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী সোমবার রাতে সীমান্ত পিলার ২৬০/৭-এস দিয়ে ১৬৪ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন ডাংগী বিএসএফ ক্যাম্প থেকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) বস্তাবর বিওপির বিজিবি সদস্যদের মাধ্যমে ১২ বছর আগে হারিয়ে যাওয়া শ্রী যতিন্দ্রনাথকে তার মেয়ে ধামইরহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী ছাবিনা এক্কার কাছে তার বাবাকে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে তার মেয়ে ধামইরহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী ছাবিনা এক্কা বলেন, দীর্ঘ ১২ বছর পর বাবাকে খুঁজে পাব তা কখনও কল্পনা করিনি। ‘মহান সৃষ্টিকর্তা অশেষ কৃপায় বিজিবির সহায়তায় আমি আমার বাবাকে ফিরে পেয়েছি। সত্যিই খুব খুশি আজকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |