ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বন্ধুকে খুন, ছুরিসহ ঘাতক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৯ মার্চ ২০২৩ , ১২:৩৩ পিএম


loading/img
আটককৃত ব্যক্তি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ছুরিকাঘাতে বন্ধুকে হত্যার ঘটনায় এক তরুণকে আটক করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

রোববার (১৯ মার্চ) সকাল ৭টায় উপজেলার সাদেকপুর ইউনিয়নের গাছতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে শনিবার (১৮ মার্চ) রাতে রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় এ ঘটনা ঘটে। 

আটককৃত ব্যক্তি পৌর এলাকার ভাদুঘরের সাঈদ মিয়ার ছেলে রাজু। 

বিজ্ঞাপন

হত ব্যক্তি পৌর শহরের ভাদুঘর এলাকার মানিক ঢালীর ছেলে রনি ঢালী (১৭)

পুলিশ জানান, রনি শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে রাতে রনি তার বন্ধু ভাদুঘর এলাকার রাজুর সঙ্গে বিয়াল্লিশ্বর এলাকায় একটি নির্জন কাঠ বাগানের পাশে মসজিদের কোনায় অবস্থান করছিল। এরই মধ্যে কোনো একটি বিষয় নিয়ে রনিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রাজু। পরে রনিকে তার আরেক বন্ধু শুভ উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, রোববার সকালে রাজুকে আটক করা হয়েছে। তিনি আত্মীয়র বাড়িতে আত্মগোপনে ছিলেন। জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডের বিস্তারিত জানা যাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |