মানিকগঞ্জের সিঙ্গাইরে চারটি ইটভাটা গিলে খাচ্ছে তিন ফসলি জমি। ভুক্তভোগী জমির মালিকরা বারবার প্রশাসনকে জানালেও কোন প্রতিকার নেই। এ অবস্থায় মাটিকাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
জেলার সিংগাইর উপজেলার জার্মিতা ইউনিয়নের বাউদিপাড়া গ্রামে পাশাপাশি গড়ে উঠেছে চারটি ইটভাটা। জিএইচবি, এএমসিও, ডিএমসি, টিএসবি নামে ইটভাটাগুলোর জন্য কাটা হচ্ছে বাউদিপাড়া, রামচন্দ্রপুর ও ডিগ্রীচরসহ আশপাশের এলাকার তিন ফসলি জমির মাটি।
ইতোমধ্যেই কয়েকশ’ বিঘা জমির মাটি কেটে নিয়েছে প্রভাবশালীরা। কেউ প্রতিবাদ করলে ভয় দেখিয়ে জোর করেই ভেকু দিয়ে জমি থেকে মাটি নিয়ে যাচ্ছে। প্রশাসনের কাছে বারবার অভিযোগ দিয়েও কোন লাভ হচ্ছে না।
কৃষক ও জমির মালিকরা জানান, প্রশাসন, চেয়ারম্যানকে বলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। সবার একই কথা তোমরা উপরের মহলে গিয়ে কথা বলো, মামলা করো তারপর আমরা দেখছি কি করা যায়।
তবে শিগগিরই ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলেন জেলা প্রশাসক। তিনি বলেন, আইন অনুযায়ী অন্য জায়গা থেকে মাটি নিবে তারা। কিন্তু বাস্তবে এমনও ঘটে মাটির দাম বেশি হওয়ায় অনেক কৃষক জমির মাটি বিক্রি করছে। বরং আমরা সেটা প্রতিহত করছি। কিন্তু যখন গভীর রাতে মাটি কাটা হয়, তখন আমরা কোনো মেসেজ পাই না। তবে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের বলা আছে কৃষি জমির যে সুরক্ষার বিষয়টি রয়েছে সেটি যেন নিশ্চিত হয়।
কৃষি জমি রক্ষায় নিয়মিত মোবাইল কোর্ট চালানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগিরা।