ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

শিশুকে ধর্ষণচেষ্টায় গ্রাম পুলিশ আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ , ০৮:৩১ এএম


loading/img
ফাইল ছবি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নে শিশুকে (৫) ধর্ষণচেষ্টার অভিযোগে এক গ্রাম পুলিশ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ এপ্রিল) গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে ওই ইউনিয়নের টেঙ্গারচর গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত গ্রাম পুলিশ আফজাল হোসেন উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের টেঙ্গারচর গুচ্ছ গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আফজাল হোসেন (৪০)। তিনি গ্রাম পুলিশের সদস্য। বিবাহিত এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে টেঙ্গারচর গুচ্ছ গ্রামে শিশুটির পাতানো মামা আফজাল চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যায়। শিশুটিকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি ভয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরিস্থিতি বিবেচায় আফজাল পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে থানায় সংবাদ দেয়। পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ। 

ভুক্তভোগীর মা জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছি। আমার মেয়ের সর্বনাশ যে করেছে, তার যেন কঠিন শাস্তি হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |