ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প

আরটিভি নিউজ

রোববার, ৩০ এপ্রিল ২০২৩ , ০৪:৪৫ পিএম


loading/img

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। যা রিখটার স্কেলে ছিল ৪ দশমিক ৬ মাত্রার।

বিজ্ঞাপন

রোববার (৩০ এপ্রিল) দুপুর ১২টা ৫৬ মিনিট ৫৪ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মেঘনাথ তঞ্চঙ্গ্যা।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক থেকে ৭০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৯৮ দশমিক ৮ কিলোমিটার গভীরে। ঢাকা, চট্টগ্রামসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় এ ভূকম্পন অনুভূত হয়।

মেঘনাথ বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল অক্ষাংশ ২২ দশমিক ৯৩ ডিগ্রি উত্তর, দ্রাঘিমা ৯৪ দশমিক ১৯ ডিগ্রি পূর্ব মিয়ানমারের মাওলাইকে। রাজধানীর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে দক্ষিণ-পূর্ব দিকে এর দূরত্ব ছিল ৪০০ কিলোমিটার।

এটি ছিল হালকা শ্রেণির ভূমিকম্প বলে জানান তিনি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |