ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

শহীদ মিনারে বাঁশ রাখায় ১০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি

সোমবার, ০১ মে ২০২৩ , ০৭:৪৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কেন্দ্রীয় শহীদ মিনারে বাঁশ রাখার দায়ে তাকে এ জরিমানা করা হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (১ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম এ জরিমানা করেন।

জানা যায়, স্থানীয় প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে ঈদের দিন থেকে সাত দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। গত ২৯ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হওয়ায় মেলাটি বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। মেলা বন্ধ হওয়ায় বিভিন্ন স্টলে ব্যবহৃত বাঁশ শহীদ মিনারে রাখা হয়। পরে মহান মে দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক নেতারা শহীদ মিনারে ফুল দিতে না পারায় বিষয়টি সবার নজরে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বৈশাখী মেলা উদযাপন কমিটির পরিচালক ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতা ও ডেকোরেটরের মালিক ফেরদৌসকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

বিজ্ঞাপন

রওশন আরা রিতা বলেন, উপজেলা মাঠে সাত দিনব্যাপী বৈশাখী মেলা শেষে গতকাল (রোববার) শহীদ মিনারের কাছে মাঠে বাঁশগুলো রাখা হয়েছিল। কে বা কারা বাঁশ শহীদ মিনারে রেখেছে আমি জানি না।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম জানান, শহীদ মিনারে মেলায় ব্যবহৃত বাঁশ রাখার অপরাধে মেলা উদযাপন কমিটির পরিচালক ও ডেকোরেটরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |